আপনি যদি আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক হন তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন। তাহলে আপনি পাবেন আমাদের সকল আপডেট সবার আগে। ধন্যবাদ।
গোপালগঞ্জ ও নড়াইল জেলার ঠিক মাঝ দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে।অপার সৌন্দার্যের অধার এই নদীটির নাম মধুমতি। একসময় এই দুই জেলার মানুষের যোগাযোগের মাধ্যম ছিল নৌকা।নৌকায় জন প্রতি ৭ টাকা দিয়ে নদী পার হয়ে নানান ভোগান্তি পেরিয়ে যেতে হতো এক জেলা হতে আরেক জেলায়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর নড়াইল জেলাবাসী মধুমতি নদীর ওপর চাপাইল ঘাটে ব্রিজ নির্মাণের দাবি জানান।
এরপর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন ‘র সদিচ্ছায় ২০১১ সালের ১৭ এপ্রিল ব্রিজটির নির্মাণকাজ শুরু করা হয়। কয়েক দফা সময় বাড়ানোর পর ২০১৫ সালের ডিসেম্বর মাসে ব্রিজটির নির্মাণকাজ শেষ হয়। নির্মাণ করতে ব্যয় হয় ৫৭ কোটি ৬০ লাখ ৯৫ হাজার ২৫০ টাকা। এ ছাড়া ব্রিজের দুই পাড়ে সংযোগ সড়ক, ব্রিজের সৌন্দর্যবর্ধনসহ অন্যান্য কাজে আরো ব্যয় হয় ৩ কোটি ৭০ লাখ টাকা। ঢাকার গুলশান এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান তানতিয়া ওটিবিল জেভি ব্রিজটি নির্মাণ করে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জের মধুমতি নদীর ওপর নির্মিত সবচেয়ে বড় দৃষ্টিনন্দন চাপাইল ব্রিজিটি ২০১৬ সালের ৩০ এপ্রিল উদ্বোধনের করেছিলেন।
ব্রিজের উপর এসে দেখা গেলো যানবাহন যোগে সেতুটি দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা এসেছে। সেতুর দুই পাশে দর্শনার্থীরা মাইক্রোবাস, প্রাইভেটকার, মটরসাইকেলসহ হরেক রকমের বহু যান বাহন রেখেছে। সেতুর উপর দেখা গেলো পড়ন্ত বিকালে এলাকার মানুষের স্বতস্ফুর্ত চলাফেরা, কেউ কেউ পরিবার পরিজন নিয়েও ঘুরতে এসেছে, তাদের সকলের মাঝে দেখা গেলো উচ্ছাস উদ্দিপনা। লোভ সমলাতে না পারলে সময় করে প্রিয়জন, বন্ধু-বান্ধব, পরিবার নিয়ে ঝামেলা ছাড়া ঘুরে আসতে পারেন গোপালগঞ্জের দৃষ্টিনন্দন চা্পাইল ব্রিজ।
এ ব্রিজ উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের গোপালগঞ্জ, নড়াইল, খুলনা ও বাগেরহাট জেলার কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। সেই সঙ্গে সড়ক পথে যোগাযোগ বঞ্চিত এসব জেলার মানুষের মধ্যে তৈরি হয়েছে সেতুবন্ধন।এ ব্রিজটির নির্মাণের ফলে জেলার শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ সারাসরি উপকৃত হয়েছেন। এসব গ্রামের মানুষ চিকিৎসা, শিক্ষা, কেনাকাটাসহ নানাবিধ কাজে গোপালগঞ্জের ওপর নির্ভরশীল। আর তাদের চাপাইল খেয়াঘাট পার হয়ে গোপালগঞ্জ আসতে হতো। এতে তাদের সময় অপচয়সহ নানাবিধ সমস্যা সম্মুখীন হতে হতো। ব্রিজটি নির্মানের ফলেেএসব জেলার মানুষ খুব সহজে গোপালগঞ্জ জেলা সদরে এসে লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা সেবাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিতে পারছেন।এলাকার আর্থ সামজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে এ ব্রিজ ভূমিকা রাখছে। তাই আনন্দে ভাসছে ওই সব জেলার অন্তত একশ’ গ্রাম।
দৃষ্টিনন্দন চাপাইল ব্রিজ | গোপালগঞ্জ-নড়াইল | Lovely Chapail Bridge |Gopalgonj-Narail| Journey Weblog
#Chapail_Bridge, #Travel_Blog, #ViralTours, #Gopalgonj, #Narail, #Lovely Chapail Bridge, #Gopalgonj-Narail,
#দৃষ্টিনন্দন চাপাইল ব্রিজ, #চাপাইল ব্রিজ, #গোপালগঞ্জ-নড়াইল, #গোপালগঞ্জ, #নড়াইল,
*** ANTI-PIRACY WARNING ***
This content material is Copyright to “ViralTours”. Any unauthorized copy, redistribution or re-upload is strictly prohibited of this materials. Authorized motion will probably be taken in opposition to those that violate the copyright of the next materials offered!
Subscribe to this Channel and preserve receiving updates as new movies.
►Subscribe ViralTours : https://bit.ly/33TDQ8v
►Fb Web page: – https://bit.ly/32Ri6c8
►Brand Hyperlink: logomakr.com/3ccSgW
►Fb Group:- https://bit.ly/3726Nkt
► If in case you have any questions or solutions about my any video simply depart a touch upon any movies with the hashtag or ship a message on this web page and I am going to see what I can do to reply it & additional wanted I’ll contact with you.Or Contact with us via the
mail: shrabonrahman1993@gmail.com
◄۞►Do not Overlook to Subscribe my Channel ◄۞►
source